ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
- মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ / ১১৯ জন দেখেছেন
ময়মনসিংহ বাড়ছে সড়ক দূর্ঘটনা। ময়মনসিংহ থেকে ঢাকা রোডে এপার ওপারে জমে থাকে লাল বালুর স্তুপ। জানাগেল রহস্য! বালুর মালিক খোঁজে গেলে কাউকে পাওয়া যায়নি। যার যায়গা বালু ফেলানো হয়েছে সেও জানেনা বালুর মালিক কে! অনুসন্ধানে জানাযায়, কিছু অবৈধ বালুর ট্রাক ড্রাইভার প্রতিদিন যাত্রাপথে এসব বালু গুলো ফেলে যায়। কেহ কেহ ভাড়া জায়গায় গুলোর মধ্যে বালু ফেলে। প্রতিদিন ১০-২০টি ট্রাক একটু দুরে দুরে এসব বালু ফেলে যায়। পরবর্তীতে তারা ফেলে যাওয়া বালু গুলো গাড়িতে ভরে আবার বিক্রি করে। এসব যায়গা প্রতিনিয়ত চলছে দুর্ঘটনা। মটর সাইকেল প্রতিনিয়ত লাল বালু স্লিপ কেটে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
দুর্গাপুর থেকে ট্রাকে এনে রাস্তার পাশে ব্যবসা করা এই ট্রাক ড্রাইবার ও কিছু অসাধু বালু ব্যাবসায়ীদের কারনেও ঘটছে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। বাস ট্রাকের প্রতিযোগীতায় বাইক স্লিপে পড়ে চাকার নিচে পিষ্ট। জনসাধারনের চলাচলেও সমস্যার অন্ত নেই।
এ বিষয়ে পথচারী ও ভুক্তভোগীরা বলেন লালবালু যেনো মৃত্যেুর ফাদ! প্রশাসন নজরে নিলেই মিলবে সূরাহা বাঁচবে প্রাণ।
এবিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় জরুরি
হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগিরা।
Related