বুধবার, ১৮ মে ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ কাঞ্চন পৌরসভাস্থ কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল সোমবার ১৭ জানুয়ারি রাত ৮ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার মৃত আবুল হোসেনের ছেলে দুলু মাহমুদ (২৭)।
র্যাব-১ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভাস্থ কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন “তিন কন্যা রেস্তোরা” এর সামনে কাঞ্চন ব্রীজ টু গাউছিয়া গামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। এসময় আসামীর কাছ থেকে ৫.৭ কেজি গাঁজা, ১ টি মোবাইল ফোন, ১ টি সীম কার্ড এবং নগদ ৫০০টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ১৫পিএম