কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
- মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ / ৬২ জন দেখেছেন
কুষ্টিয়ার কুমারখালীতে রূপসী বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সমিতির দুঃ স্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে রূপসী বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এনামুল হক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ও সমিতির কার্য নির্বাহী পরিষদের সদস্য সুধাংশু কুমার ঘোষ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
Related