বুধবার, ১৮ মে ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া মাদক উদ্ধারের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করছে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল।
ভান্ডারিয়া থানার এস আই নাঈম জানান, ২১ ফেব্রুয়ারি রাতে ভান্ডারিয়া গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী আনন্দ স্কুলের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ সোহাগ আকন (৪২) কে গ্রেফতার করে। সোহাগ ভান্ডারিয়া গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোহেল আকনের ভাই এবং মৃত শামসুল হক আকনের পুত্র।
আপরদিকে ভান্ডারিয়া থানা পুলিশ ২০ গ্রাম গাজা সহ জাহিদুল ইসলামকে পৌর শহরের নিজ ভান্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করে । জাহিদুল ইসলাম নিজ ভান্ডারিয়া গ্রামের হেমায়েত হাওলাদারের পুত্র।
এদিকে স্ত্রীর করা মামলায় সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে নদমূলা থেকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। রফিকুল ইসলাম নদমূলা গ্রামের নুরুল ইসলামের পুত্র।
বিএস/কেসিবি/সিটিজি/১০ঃ১০পিএম