শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকা হতে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল সোমবার ১৭ জানুয়ারি বিকাল ৩ঃ৩৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।আটক কৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার মৃত শাহ আলমের ছেলে মোঃ রাইয়াত উল্ল্যাহ (২৪) ঢাকা জেলার মৃত আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং পারভেজ আক্তারের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার (২৬)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা মাতবরবাড়ী রোডের জনৈক আব্দুল কাজী সাত্তার রেজা এর বাসা নং-৪৪/৩ এর ৫ম তলা বিল্ডিং এ অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আসামীদের নিকট হতে ১৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা ।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ৩০পিএম