পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
- বুধবার ২৩ ফেব্রুয়ারি, ২০২২ / ৫১ জন দেখেছেন
নওগাঁর পত্নীতলায় উনিশ কেজি গাঁজাসহ এক যুবক কে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫ ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড নামক এলাকা হতে তাদের আটক করে জয়পুরহাট র্যাব-৫ এর একটি আভিযানিক টিম।আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ খলিফা পাড়া গ্রামের মোস্তাকিমের ছেলে বাদশা (৩২)।
এক প্রেস রিলিজ বরাতে জানা যায় জয়পুরহাট র্যাব-৫ সিপিসি- ৩ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজার একটি বড় চালান বিক্রি হবে। এই সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও কমান্ডার মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে।
পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের হয়েছে।
Related