বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ জানুয়ারি রাত ১১ঃ২০মিনিটের সময় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্পের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ কামাল হোসেন (৪৩) ও মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ ইসমাইল (২৯) এবং মৃত কবির আহম্মেদের ছেলে মোঃ সাকের (৩১)।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার জেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজার এর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে একটি সিএনজিকে তল্লাশী করে ৩ জনকে আটক করা হয়। পরে আসামীদের দেহ ও সিএনজি তল্লাশী করে ১,৩৮,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত সিএনজিটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ১৫ লক্ষ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মায়ানমার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ৫৭পিএম