বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের হালিশহর থানাধীন ফুল চৌধুরী পাড়া এলাকায় চালিয়ে ৪ দিন আগে নিখোঁজ হওয়া ১৫ বছরের গামেন্টস কর্মীকে উদ্ধার ও মোঃ হৃদয় (১৯) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ২১ ফেব্রুয়ারী রাত ১১ঃ১৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ হৃদয় চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন আনন্দবাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গত ১৯ ফেব্রুয়ারী মোঃ রুহুল আমিন র্যাব-৭ এ অভিযোগ করেন যে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে গার্মেন্টেস হতে নাইট ডিউটি শেষে সকালে বাড়ী ফিরার পথে অপহৃত হয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে কঠোর নজরদারির মাধ্যমে অপহরণকারী চট্টগ্রামের হালিশহর থানাধীন ফুল চৌধুরী পাড়া এলাকায় অবস্থানের বিষয় নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয় এবং ভিকটিম অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে অসৎ উদ্দেশ্যে বাদীর অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণ করে আত্মগোপন করেছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গত ১৯ ফেব্রুয়ারী ভিকটিম গামেন্টস হতে নাইট ডিউটি শেষে সকাল বেলায় বাসায় ফেরার পথে সে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলাইয়া পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাতস্থানে আত্মগোপন করে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ২ দিন যাবৎ জোরপূর্বক ধর্ষণ করেছে। গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ৪০পিএম