বুধবার, ১৮ মে ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় একজন ভুয়া ডাক্তারের “নিউ প্যারাডাইস হোমিও হল” এ চলে হোমিওপ্যাথি ও এলোপ্যাথি দুই ধরনের চিকিৎসা! অবশেষে মেঘনাদ নাথ প্রদীপ (৩৯) নামে একজন ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাত ৯ঃ১৫ মিনিটের সময় অভিযান দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মেঘনাদ নাথ প্রদীপ স্বন্দীপ থানাধীন হারামিয়া এলাকার সুধীর চন্দ্র নাথের ছেলে।বর্তমানে- চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন কালি মন্দির, রেলবিট, জেলে পাড়ার নিউ প্যারাডাইস হোমিও হলের মালিক।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় “নিউ প্যারাডাইস হোমিও হল” নামীয় দোকান এর ভিতর জনৈক ব্যক্তি ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মেঘনাদ নাথ প্রদীপকে আটক করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভূয়া ডাক্তার বলে স্বীকার করে। এসময় আসামীর ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত সরকারী নিবন্ধনকৃত কোন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারী পাস না করেও নামের পাশে ডাক্তার লেখে ভূয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ৩০পিএম