মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোয়াখালী কবিরহাট পৌরসভার ১৯৯৮ সালে নির্মিত সাবরেজিস্টার কার্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থা । পুনরায় সংস্কার না করায় পুরনো পাঁকা আস্তর খসে পড়ছে। সাবরেজিস্ট্রার তানিয়া তাহের ও অফিস সহকারী মোঃ ইউছুফ জানান, বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ রেকর্ড পএ ও মূল্যবান দলিল নষ্ট হওয়ার আশংকা রয়েছে। কার্যালয়ে জনসাধারণ বসার মতো কোন স্থান নেই । জরুরি ভিওিতে জরাজীর্ণ ভবনটি নির্মাণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সাবরেজিস্টার কার্যালয়ের স্টাফগন।