মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী হতে বিভিন্ন সরকারী স্থাপনা ও প্রজেক্ট এর লোহার রড চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব -১
আজ বুধবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ঃ৫০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামীরা হলেন, কুমিল্লা জেলার হাবিব হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৮), কিশোরগঞ্জ জেলার মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ রতন মিয়া (২২),ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ শাহ আলমের ছেলে মোঃ শাহিন আলম মানিক (২০) ও ঢাকা জেলার মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ ইমন মারুফ (১৯) এবং নরসিংদী জেলার মৃত তোফা সেখ এর ছেলে মোঃ সেলিম সেখ(৩০)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় লোহার রড চোর চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ১ টি মিনি ট্রাক,৩১০ কেজি লোহার রড, ১ টি পাওয়ার টিলারের লোহার চাকা, ১ টি মিকচার মেশিনের লোহার চাকা, ৬ টি মোবাইল ফোন এবং নগদ ৬,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ লোহার রড চুরি চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারী স্থাপনা এবং উন্নয়নমূলক প্রজেক্ট এর লোহার রড চুরি করে বিক্রয় করে আসছে। এছাড়াও ইতোপূর্বে তারা বিভিন্ন সময়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই করেছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৪০পিএম