শিপন উদ্দিন, কেরানীগঞ্জ
- বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি, ২০২২ / ৪০ জন দেখেছেন
ঢাকার কেরানীগঞ্জে ২০১৬ সালের চাঞ্চল্যকর বিল্লাল হত্যা মামলার পলাতক আসামী মো. সাজ্জাত(২৩) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সাজ্জাতের বাবার নাম আলম চাঁন। তার বাড়ি মডেল থানার জিনজিরা ইউনিয়নের হুক্কাপট্রি।
গভীর রাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, ২০১৬ সালের কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিল্লালকে হত্যা করা হয়। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেফতারকৃত সাজ্জাত ওই মামলার ওয়ারেন্টভুক্ত ৩নং পলাতক আসামি ছিলো। সে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘ ৬ বছর বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related