বুধবার, ১৮ মে ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল সোমবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ফেনী জেলার সোনাগাজি থানাধীন আনন্দিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আলী হোসেন সুজন (৩৪)কে আটক করা হয়।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে ১ টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১২ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/২ঃ১০পিএম