নাটোর জেলা প্রতিনিধি
- বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি, ২০২২ / ৩৮ জন দেখেছেন
নাটোরের লালপুরে স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় রহম আলী (৪০) নামে এক যুবককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি রহম পাবনার বেড়া উপজেলার মৃত বাহের উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, গোপালপুর বাজারে মা- মনি জুয়েলার্স দোকানের ট্রিন ও গ্রীল কেটে চুরে করে দ্রুত পালিয়ে যেতে থাকে। পরে স্থানীয় নাইট গার্ডরা পেছন থেকে তাকে ধাওয়া করে। এ সময় স্থানীয় লোকজন সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এবিষয়ে জুয়েলার্সের দোকান মালিক মিলন প্রামাণিক জানান, এ চুরির ঘটনায় প্রায় ২শ ৫০ ভরি রূপা সন্ধান এখনো মেলেনি ও ২ভরি সোনার মধ্যে ১ ভরি উদ্ধার হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় কিছু স্বর্ণ উদ্বার করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related