শ্রীবরদী (শেরপুর ) প্রতিনিধি
- বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি, ২০২২ / ৫২ জন দেখেছেন
শেরপুরের ঝিনাইগাতীতে সবার জন্য কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন হাট-বাজারে ক্যাম্পেইন করেছে স্বাস্থ্য বিভাগ। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও গত বুধবার দুই দিনে বেলা ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বণিক সমিতির বাস টিকেট কাউন্টার ও ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ টিকা প্রদান করেন।
এ কার্যক্রমের মাধ্যমে বাজারের দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষ টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, সমিতি পরিচালনা পরিষদের সদস্য মো. কামরুল হাসান কামরান, আজিজুর রহমান খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, বাজারের দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসহ সর্বস্তরের জনসাধারণ মাঝে শতভাগ টিকাদান নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
Related