মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেয়ার প্রলোভনে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ আহাদুজ্জামান ফকির (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব -৬। গত সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে র্যাব -৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎকারী খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড়ে অবস্থান করছে, এমন সংবাদ পাওয়া যায়। সেখানে অভিযান পরিচালনা করে মোঃ আহাদুজ্জামান ফকিরকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদরের মৃত আলেফ ফকিরের ছেলে।
এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, অভিযোগকারীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নগদ ২ লাখ টাকা এবং পরে আরও ১ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।