সঙ্গীতের জগতের এক তরুন শিল্পী কিবরিয়া রিফাত। ভক্তদের জন্য সব সময় তৈরি করছেন সুন্দর মন জোরানো গান। ইতিপূর্বে তার অনেক গান সঙ্গীত শ্রোতাদের কাছে প্রচুর জনপ্রিয়তা পায়। তার গাওয়া গানের মধ্যে সর্বশেষ গান “টুকরো” গানটি বিভিন্ন বয়সের শ্রোতাদের মন কারে। এছাড়াও তার বিভিন্ন গান- গভিরে, চোখ, সপ্ন ইত্যাদি শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রীয়তা ও প্রসংসা অর্জন করেন। তারই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন জিকে। তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ভক্তদের খুশি ও মুগ্ধ করার জন্য নতুন একটি গান নিয়ে কাজ করতেছি যার নাম “টানলে কাছে” আশা করি আগের গান গুলার মত এই গানটিও সবায় অনেক পছন্দ করবে । আমার সকল শ্রোতাদের উৎসাহতেই সর্বদা নতুন কিছু করার সাহস পাই। ভালোবাসার মানুষদের জন্য তিনি ভালোবাসা ব্যাক্ত করেন ও সেই সাথে নতুন গানের জন্য অপেক্ষা করতে বলেন। এছাড়াও তিনি তার ভক্ত/শ্রোতাদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন ও উৎসাহ প্রদান করেন তার জন্য আপনার সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আশা করি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। খুবই শীগ্রহ আসতেছি আপনাদের মাঝে নতুন একটি গান নিয়ে “টানলে কাছে” । উক্ত জিকের একজন শ্রোতা বলেন, জিকে ভাইয়ার গানের মধ্যে মনে হয় সব সময় নিজের মনের কথা গুলাই ভেষে আসে,নিজের না বলা কথা গুলাই যেনো উনি আগে থেকে বোঝেন এবং তেমন গানই আমাদেরকে উপহার দেন। তাই সব সময় দোয়া ও ভালোবাসা রবে যেনো আল্লাহ উনাকে ভালো রাখেন এবং উনি আমাদেরকে আরো ভালো ভাল গান উপহার দিতে পারেন। উনার শ্রোতা হিসেবে আগে যেমন ছিলাম আগামীতেও তার পাশে থাকবো ইনশাল্লাহ।