বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:৩৯ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায়
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার ১৭ জানুয়ারি রাতে উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
হাওলাদার বাড়ি হাজী ফারুক নূরানী হিফযুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠিাতা ও সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু।
প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করে জাতীয় পুরস্কার প্রাপ্ত কারী হাফেজ আবু মুসা, হাফেজ ক্বারী মুবিনুল ইসলাম, হাফেজ ক্বারী আহম্মেদ বিন সফিউল্লহ, হাফেজ ক্বারী আব্দুর রহমান ।ক,খ ও গ প্রত্যেক গ্রুপে প্রথম স্থান অধিকারী ৫০ হাজার, ২য় স্থান অধিকারী ৩০ হাজার, ৩য় স্থান ২০ হাজার, ৪র্থ স্থান অধিকারী ১৫ হাজার, ৫ম স্থান অধিকারী ১০ হাজারসহ মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় ১শত জন প্রতিযোগি অংশ গ্রহন করে ।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারী প্রথম বারের মত ভান্ডারিয়া উপজেলা ৩দিন ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ এর উদ্ধেধন করে উপজেলা চেয়ারম্যা মোঃ মিরাজুল ইসলাম।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ১২পিএম