সাখাওয়াত হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- বৃহস্পতিবার ১৩ জানুয়ারি, ২০২২ / ১০৩ জন দেখেছেন
অপরাধ নির্মূলের লক্ষে রামগঞ্জ থানা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে ইয়াবাসহ ডাকাতি মামলায় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশের সূত্রমতে, বৃহস্পতিবার ১৩ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান, পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই তাজুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এএসআই হাবিবুর রহমান, এএসআই জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ও চিহ্নিত ডাকাত উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের নাছির আলী প্রকাশ নাছির আহম্মদের ছেলে জসীম উদ্দিন জইস্যা ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়।
তাছাড়াও উক্ত আসামী রামগঞ্জ থানার মামলা নং- ০৬(০৭)১৯, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ এবং মামলা নং- ১৭(১০)২০, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
এছাড়াও রামগঞ্জ থানার নিয়মিত মামলার আসামি উপজেলার নন্দনপুর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম প্রকাশ খোকনকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত দুই আসামিকে গ্রেপ্তারপূর্বক জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ও বিভিন্ন অপরাধ নির্মূলে রামগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। থানা এলাকায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।