শনিবার, ২১ মে ২০২২, ০১:৪৬ পূর্বাহ্ন
গতকাল শনিবার ০৯ এপ্রিল রাত ১১ঃ২৫ মিনিটের সময় রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন । আটককৃত আসামীরা হলেন, মোঃ সাজ্জাদ (২৪), মোঃ জোবায়েদুল (২৬) মোঃ ইমাম হোসেন (৩৩), ৪) মোঃ রবিউল ফারুক (৩৪)।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জমোঃ জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারস্থ এস.কে সুপার কমপ্লেক্স এর ৫ম তলা থেকে ৪ জনকে আটক করা হয়। তাদের কাছে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরে তাদের তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আসামী মোঃ ইমাম হোসেন রিয়াজউদ্দিন এস কে সুপার কমপ্লেক্সে আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজারের ব্যবসা করে। সে তাহার সহযোগী আসামীদের মাধ্যমে ট্রাউজার ব্যবসায়ের আড়ালে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৪০পিএম