শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন উত্তর নাজিরপুর খালপাড় ও মজুমদার হাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল (২৩) ও মোঃ মনির হোসেন মঞ্জু (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল বুধবার ১৯ জানুয়ারি রাত ৮ঃ৫০ মিনিটের সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রাসেল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন উত্তর নাজিরপুর (খালপাড়), পৌর ওয়ার্ড নং- ১ এলাকার সিরাজের ছেলে এবং মোঃ মনির হোসেন মঞ্জু একই থানাধীন আলী হাশিপুর মজুমদার বাড়ীর মৃত খুরশিদ আলম প্রকাশ লেদুর ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন সংবাদের
ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন উত্তর নাজিরপুর খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী বেগমগঞ্জ থানার মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাসেলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী জানায় গ্রেফতার এড়ানো ভয়ে দীর্ঘ দিন যাবৎ অজ্ঞাত স্থানে পলাতক ছিল।
তিনি আরও জানান, পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মজুমদার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মনির হোসেন মঞ্জু কে গ্রেফতার করা হয়। আসামী গ্রেফতার এড়ানো ভয়ে দীর্ঘ দিন যাবৎ অজ্ঞাত স্থানে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/৪;২৩পিএম