বরিশাল প্রতিনিধি
- বৃহস্পতিবার ২০ জানুয়ারি, ২০২২ / ৯৬
করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার নিন্মআয়ের মানুষের জন্য খাদ্য নিশ্চিত করার জন্য
বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার থেকে ও এম এস এর বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের
উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী গয়ঘাট ব্রিজ, দিয়াশুর ও কাসেমাবাদ হাই
মার্কের্টে ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। এ সময় উপস্থিত
ছিলেন উপজেলা খাদ্য কর্মকতার্ অশোক কুমার চৌধুরী।
Related