শনিবার, ২১ মে ২০২২, ০২:৩১ পূর্বাহ্ন
গত সোমবার ১৮ এপ্রিল ২০২২, ১৬ রমজান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রধান কার্যালয়ে এক বিশেষ ইফতার পার্টীর আয়োজনে ইফতার শেষে নানাবিধ ব্যাবসায়িক ও সৌজন্য মূলক আলোচনার পর পত্রিকার সম্পাদক বহুমুখী শিল্পস্রষ্টা ড.খান আসাদুজ্জামান তার আমন্ত্রীত অতিথি ধরিত্রী প্রপার্টিজ লি. এর এমডি আতাউর রহমান রেজাকে, ৬১টি কবিতার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর তাঁর লেখা ঐতিহাসিক সাত মার্চের মহাকাব্য বইটি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা দিয়ে শুভেচ্ছা প্রদান করেন । এসময় সাথে ছিলেন ধরিত্রী প্রপার্টিজ লি. এর ডিরেক্টর মার্কেটিং ও ট্রেনিং মহিউদ্দিন চৌধুরী শামীম ও ধরিত্রী প্রপার্টিজ লি. এর এজিএম এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সহযোগী সম্পাদক মো. ফারুকুল ইসলাম ।