গজারিয়া প্রতিনিধিঃ
- বৃহস্পতিবার ২১ এপ্রিল, ২০২২ / ৩৭ জন দেখেছেন
মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা আবারো সড়ক দূর্ঘটনা,প্রান গেল এক কর্মজীবীর গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসষ্টান্ডে সড়ক দূর্ঘটনায় রাশেদুল ইসলাম(৪৫)নামে এক কর্মজীবী নিহত হয়েছেন।জানা যায় তিনি মেঘনা পাওয়ার প্লান্টে চাকুরী করতেন তার বাড়ি উপজেলার উত্তর ফুলদী(আমিরাবাদ)গ্রামের মোঃসোনা মিয়া প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লাগ্রামী ট্রেইলরটি নিয়ন্ত্রন হারিয়ে আনারপুরা ক্রসিং দিয়ে ভিতরে ঢুকে আনারপুরা গ্রামের সড়কে থেমে থাকা অটো রিকশা ও চা দোকানে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই রাশেদুল মারা যায়।
ভবেরচর হাই-ওয়ে থানায় আহাজারিরত ৭৫বছর বয়সী পিতা মোঃসোনা মিয়া প্রধান জানান,গতকাল ছেলে আমার বিদেশ যাওয়ার কথা বলছিল,আর বিদেশ যাওয়া হলো না তাঁর,এখন আমার নাবালক দুই নাতির কি হবে?
নিহত রাশেদুল তামিম(৭) তাহিম(৪) নামে দুই নাবালক ছেলে রেখে গেছেব।
এ বিষয়ে ভবেরচর হাই-ওয়ে থানায় সদ্য যোগ দানকারী অফিসার ইনচার্জ মোঃমনিরুজ্জামান জানান,ট্রেইলরটি আমাদের হেফাজতে রয়েছে,আর ঊর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে বিনা তদন্তে লাশ দাফনের জন্য উনার স্বজন’রা আবেদন করেছেন, অনুমতি সাপেক্ষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
Related