সোমবার, ২৭ Jun ২০২২, ১০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর চেরাগী পাহাড় মোড় সংলগ্ন দুই গ্রুপের সংঘর্ষে আস্কার বিন তারেক ইভান (১৮) নামের এক কলেজ ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (২২ এপ্রিল) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আসকার বিন তারেক কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। সে বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা যায়।
সুত্রে জানা যায়, শুক্রবার ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এর অনুসারী শৈবাল দাশ ও সাব্বিরের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।একসময় ঝগড়ার সমাধানও হয়ে যায়। রাত ৮/৯টার পরপর আবারও চেরাগীর মোড়ে উভয় গ্রুপের অনুসারীরা জড়ো হলে দ্বিতীয়বার সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইভান নামের সাব্বির গ্রুপের একজন ধারালো ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, চেরাগী পাহাড় মোড়ে দুই গ্রুপের সংর্ঘষের ঘটনা আমরা শুনেছি। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘঠনায় চ.মে.ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।
বিএস/কেসিবি /সিটিজি/১০ঃঃ২০পিএম