পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বছরের সবচেয়ে বেশী ঈবাদত ও প্রার্থনার মাস। রমজানের চাদঁ দেখার মধ্য দিয়ে শুরু হয়ে পুরো মাসব্যাপী থাকে তারাবী, সেহরি ও ইফতার এর মধ্য দিয়ে এই মাসটি প্রার্থনায় মুখরিত। জাহান্নাম থেকে মুক্তির শেষ দশ দিনের শুরুতেই কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিল। উপজেলার সকল কবর বাসীদের আত্মার মাগফেরাত কামনা করতে রোযাদারগন সমবেত হয় উপজেলা প্রশাসনিক ভবনে। আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক,সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, মিঠামইন উপজেলা শাখা, আলহাজ্ব আছিয়া আলম,চেয়ারম্যান,মিঠামইন উপজেলা পরিষদ, অধ্যাপক নেহাল আহমেদ তরুন, মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তর, ঢাকা, আব্দুল্লাহ আল্ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিঠামইন, জাকির রাব্বানী,ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠামইন থানা, আবেদা আক্তার জাহান, প্রধান শিক্ষক, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ও এডভোকেট মোঃ শরীফ কামাল, চেয়ারম্যান, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ প্রমুখ। আরো স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।