মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধিঃ
- শনিবার ২৩ এপ্রিল, ২০২২ / ৪০ জন দেখেছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টা থেকে সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে এই আয়োজন করা হয়।
এ সময় চর জুবিলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নূর নবীর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মোঃ আবদুর রব,
সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মো: হানিফ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছানাউল্যাহ সহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা রাখেন।
Related