রবিবার, ২৬ Jun ২০২২, ০৬:০১ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ এর বাসভবনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ।
পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, সহ সভাপতি মোজাম্মেল হোসেন মন্জু, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু সহ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।