মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
- শনিবার ২৩ এপ্রিল, ২০২২ / ১০৮ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আবারও ঘটলো এক মহিলার মৃত্যুর ঘটনা ।
ঘটনাটি ঘটেছে (২২ শে এপ্রিল)শনিবার দুপুর পৌনে একটার সময় সৈয়দপুর হতে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে। সোনারায় ইউনিয়নের বড়গাছা
বটতলী নামক অরক্ষিত রেল ঘুমন্টি পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কা লেগে ভানু রানী (৪০)
নামের এক মহিলার মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের
সীমান্ত পাড়া এলাকার ভ্যানচালক বঙ্কিমচন্দ্র রায়ের স্ত্রী,এক ছেলে এক মেয়ের জননী,এলাকা বাসী জানান মৃত ভানুরানী একজন ভারসাম্যহীন মানুষ বহুদিন যাবৎ তার স্বামী অনেক চিকিৎসা করেও ভালো করাতে পারেনি,যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ান।এ বিষয়ে কথা হলে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন এবং বলেন বহুদিন ধরেই তার মাথায় সমস্যা ছিল এবং ডা.এর পেসক্রিপশন আছে।
Related