পঞ্চগড় জেলা রিপোর্টার
- রবিবার ২৪ এপ্রিল, ২০২২ / ১৩৮ জন দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জের মার্কাজুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ এপ্রিল (শনিবার) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মোশারফ নগর মার্কাজুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মির্জা ফেরদৌস জামানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য যে অত্র মাদ্রাসাটি গত ২০২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় এক শতাধিক এতিম ও দুস্থ ছাত্রদের কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ, চিলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ আজম উল করিম সহ প্রমুখ।
মার্কাজুল উলুম ক্বওমী মাদ্রাসার দাতা আলহাজ্ব মোঃ তৌকির আহমেদ তুহিন বলেন আমরা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছি মূলত এতিম, গরীব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য।
এসময় মাদ্রাসা পরিচালক মাহাতারাম হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী বলেন মাদ্রাসা কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে আমরা এতিম ও পথশিশুদের সমাজের মুল স্রোতধারায় নিয়ে আসতে যতটুকু করনিও আমরা করে যাচ্ছি।
শিশুদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি।
Related