ঢাকার ধামরাইয়ে ইউরো গ্রুপ এর সৈজন্যে, ফিল্ম ভ্যালী লিমিটেডের আয়োজনে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিম্নবিত্তের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ২৪ শে এপ্রিল সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিল্ম ভ্যালী লিমিটেডের আয়োজনে’ নিন্মআয়ের পরিবারের মাঝে এক হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এবং ভাড়ালিয়া ইউনিয়ন পরিষদের ৫০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউরো গ্রুপ এবং ফিল্ম ভ্যালী লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এএসএম হায়দার এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।
ঈদ উপহার সামগ্রী মধ্যে ছিল শাড়ী কাপর, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাউল, চিনি,সেমাই ও তৈল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা। ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন মাসুম। ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বারেক চৌধুরী বিল্টু, ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় এমপি’র পিএস মোঃ সামছুর রহমান, সুতিপাড়া ইউপি মেম্বার মোঃ খোরশেদ আলম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন, ছাত্র লীগ নেতা মোঃ রবিউল আউয়াল রুবেল প্রমুখ।