“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের অধীনে ৩য় পর্যায়ের “ক” শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ২৬এপ্রিল ২০২২ খ্রিঃ সকাল ১০টায় জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে রবিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম।
প্রেস ব্রিফিংকালে তিনি জানান তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪৫ টি ঘরের প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় ধাপের ১০০ টি ঘর নির্মানাধীন প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ।যে সমস্ত ইউনিয়নে বাস্তবায়িতব্য ঘরের মধ্যে কুসুম্বী ইউনিয়নে-৭টি, গাড়িদহ ইউনিয়নে-৩টি, মির্জাপুর ইউনিয়নে- ৫৫টি , বিশালপুর ইউনিয়নে-৪৯টি এবং ভবানীপুর ইউনিয়নে-৩১টি। শেরপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৮ টি ইউনিয়নে ১৬৩ টি ঘর বরাদ্দ করা হয়েছে প্রতিটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা, ২য় পর্যায়ে ৫ টি ইউনিয়নে ১৭ টি ঘর বরাদ্দ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ১ লাখ ৯০ হাজার টাকা।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।