মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতির কারণে গেল দুই বছর বলী খেলা হয়নি। এবার লালদীঘি মাঠ পাওয়া না যাওয়ায় অনিশ্চয়তা ছিল। তবে শেষ মুহূর্তে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী উদ্যোগ নেয়ায় এবার বলী খেলা হচ্ছে।
আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বলী খেলা চলবে। এছাড়া আজ ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল তিনদিন বৈশাখী মেলা হবে। এবারের আয়োজন হবে ১১৩তম।
এবারের বলী খেলায় ১৫০ জন বলীর নাম তালিকাভুক্ত করব। এর মধ্যে বাছাই করে ১০০ জনকে খেলতে দেব। মানে ৫০ রাউন্ড খেলা হবে। এবার ক্রেস্টের পাশাপাশি বলী খেলার প্রথম পুরস্কার থাকছে ২৫ হাজার টাকা। এছাড়া ২য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৬ হাজার টাকা এবং ৪র্থ পুরস্কার দেয়া হবে ৫ হাজার টাকা।
এদিকে মেলা ঘিরে আশেপাশের এলাকায় ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।
সরেজমিনে দেখা যায়, জব্বারের বলী খেলা উপলক্ষ্যে নগরীর কোতয়ালীর মোড় থেকে লালদিঘীর পাড় হয়ে আন্দরকিল্লা মোড় এবং নগরীর সিনেমা প্যালেস কেসিদে রোড হয়ে লালদিঘী পর্যন্ত মেলা বসেছে। মেলায় মাটির জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী, ঘর সাজানোর সামগ্রী, ইমিটেশন জুয়েলারি, শিশুদের খেলনা সামগ্রী, ফুলের ঝাড়ু, দা বটি থেকে শুরু করে, গাছের চারা, কার্পেট কোন কিছুই বাদ নেই মেলার পশরায়।