মোঃ সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকেঃ
- রবিবার ২৪ এপ্রিল, ২০২২ / ৬০ জন দেখেছেন
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে পণ্য মেয়াদ বিহীন , মূল্য বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশ,লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে ১ টি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। কোন প্রকার লাইসেন্স নেই, একটি পণ্যে মেয়াদ, মূল্য কিছু নেই, অস্বাস্থ্যকর পরিবেশসহ ইত্যাদি কারনে বি এস টি আই আইন ২০১৮ এর ১৭ (১) ধারার অপরাধে উক্ত আইনের ২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এ সময় প্রসিকিউশন সহায়তা করেছেন বি এস টি আই ইন্সপেক্টর ফরহাদ হোসেন,এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই দূর্গা কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মহি উদ্দিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related