বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের অন্যতম বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’ হালদার কার্প জাতীয় মাছের আসন্ন প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষায় হালদায় উপজেলা প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে। রাতের অভিযানে ৪,০০০ মিটার ঘেরাজাল জব্দ করা হয়।
গতকাল শনিবার ২৩ এপ্রিল রাত ১১ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এর নেতৃত্বে পরিচালিত অভিযান গড়দুয়ারা ইউনিয়ন থেকে শুরু করে গুমান মর্দ্দন পেশকারহাট ব্রীজে অভিযানটি শেষ করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী ও অন্যান্য সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং ৪,০০০ মিটার অবৈধ ঘেরাজাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতার জন্য গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান ও ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করছি।হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা ও সচেতনতা আশা করছি।
মোঃ শাহিদুল আলম বলেন, হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।মাছের আসন্ন প্রজনন মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন, হাটহাজারীর সমন্বয়ে হালদা নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ২৪ ঘন্টা নজরদারির আওতায় রয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ১০পিএম