স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি, শেখর মজুমদার
- মঙ্গলবার ২৬ এপ্রিল, ২০২২ / ১১৩ জন দেখেছেন
স্বরূপকাঠিতে মুজিববর্ষের তৃতীয় পর্যায়ের ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ
মিলনায়তনে ওই ব্রিফিংয়ে করেন ইউএনও মো. মোশারেফ হোসেন। এসময় তিনি সাংবাদিকদের জানান ২৬ এপ্রিল (আজ) মঙ্গলবার সকালে ভার্চুয়ালী যুক্ত হয়ে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে তৃতীয় পর্যায়ের ঘরগুলোর উদ্বোধন করবেন। সরকার অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষদের আবাসন নিশ্চিত
করার লক্ষে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে স্বরূপকাঠি(নেছারাবাদ) উপজেলায় ১০৩টি পরিবারের জন্য সরকারী ভূমিতে ঘর নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর ২ শতাংশ জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র হস্তান্তর করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস
কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related