মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
- মঙ্গলবার ২৬ এপ্রিল, ২০২২ / ১০০ জন দেখেছেন
দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়,২য় সংশোধীত) এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে ও জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২০২১-২২ অর্থবছরে কার্প মিশ্র চাষ প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫এপ্রিল’২২) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপকরন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার মাজনুন্নাহার মায়া জানান, পাবদা-গুলশা-টেংরা; কার্প নার্সারী, গলদা-কার্প মিশ্র চাষের জন্য উপকরণ হিসেবে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
এর আগে অতিথি বৃন্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দশ শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করেন।##
Related