নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের সাহসী সাংবাদিক পদকপ্রাপ্ত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি তথ্য সংগ্রহের জন্য হামলার স্বীকার এবং গুরুতর আহত হয়েছেন।এই ঘটানাটি ঘটে গত ১১এপ্রিল-২০২২ইং সাল রোজ সোমবার দুপুরের সময় বিশেষ একটি তথ্য নেওয়ার জন্য মোঃ তাজমুল শেখ চৌরাস্তা দিঘলিয়া কলেজ রোড বামপাশে কসমেটিকসের দোকানদার তার নিকট তথ্যর বিষয় কথা বলতে গেলে তাজমুলের লোকজন এসে হঠাৎ আক্রমন করে।তাজমুলের সাথে বেশি কয়েকজন লোক মিলে সাংবাদিক উলফাদ শেখকে ধরে রেখে শরীলের বিভিন্ন জায়গাতে মারধর করে।একপর্যায়ে তার মাথা ফেটে যায় রক্তাক্ত যখম হয়।প্রাথমিক চিকিৎসা পার্শ্ববতী দিঘলিয়া বাজারের কামাল ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হয় সাংবাদিকের মাথা ফাটাস্হানে ৭টি সিলাই করে এবং বিভিন্ন ঔষুধে প্রয়োগ করে।তারপর আশঙ্কাজনক দেখে চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে প্রেরন করে।এদিকে দিঘলিয়া বাজারে লোহাগড়া থানার পুলিশ ও ডিবি এসে নিয়ন্ত্রন করে।পুলিশ আসার পর সাংবাদিকের উপর হামলার বিবরণী লিখে রাখেন এবং পুলিশ প্রশাসন বলেন দ্রুত হাসপালাতে নিয়ে যান।সেই ধারাবাহিতায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।ডাক্তারি চিকিৎসার পর সুস্থ হয় এবং ১৭এপ্রিল-২০২২ইং রোজ রবিবারে ডাক্তারের দেওয়া সার্টিফিকেট প্রদান করেন।নড়াইল সদরে লোহাগড়া থানার পুলিশ তদন্তের মাধ্যমে মামলা নিবে বলে জানান।তারপর এই ঘটনাকে কেন্দ্রে করে ১৩এপ্রিল-২০২২ইং বুধবারে লোহাগড়া থানায় মামলা দায়ের করে ৮জনকে আসামী করে।বিবরন সূত্রে জানা যায় পূর্বের গ্রাম জের ধরে আর সাংবাদিক পেশা দায়িত্ব পালন করার সময় তাজমুলের দল সাংবাদিক উলফাদ শেখ হামলা করে।মামলায় আসামী মোঃ আজম মোল্যা,মোঃ তৈয়েব মোল্যা,মোঃ বাবলু মোল্যা,মোঃ জামির শেখ,মোঃ তাজমুল শেখ,মোঃ বুলু শেখ,মোঃ মাকছিদুল মোল্যা,মোঃ সুরাপ মোল্যাসহ আরোও ৪/৫জন জন লোক পূর্ব পরিকল্পনা মোতাবেক রামদা,ছ্যানদা,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোমেলোভাবে মারধর করতে থাকে।এই ধরনের অনৈতিক কর্মকান্ডের ঘটনা দেখে কিছু সাহসী লোকজন সাংবাদিককে উদ্ধার করে।এবিষয়ের উপর লোহাগড়া থানা অফিসার ইনচার্জ শেখ আবু হেলা মিলন বলেন সাংবাদিকের উপর হামলাকারীদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে তবে এদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।তবে এই মামলার আসামীগন প্রথম তারিখে নড়াইল জজকোর্ট জামিন দিয়েছেন।হামলাকারীরা জামিনে এসে দিঘলিয়া বাজারে বিভিন্ন গলি দিয়ে দেশীয়ও অস্ত্র হাতে করে প্রকাশে দিবালোকের সামনে মোহড়া দেয়।সেই সাথে সাংবাদিকের উপর নতুন আক্রমন করার জন্য খোজাঁখুজি করে।সাংবাদিককে না পেয়ে কিছু লোকের সামনে হুমকি দিয়ে বাজার থেকে চলে যায়।এব্যাপারে সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ উলফাদ শেখ আইনের প্রতি শ্রোদ্ধা রেখে সঠিক বিচারের দাবি জানান।পাশাপাশি হামলাকারীরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখানোর জন্য তার নিকটতম লোকদের নিকট সাংবাদিকের প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।এই আসামীদের মধ্যে কয়েকজন দেশের বাহিরে অথাৎ সৌদিআরব,মালয়েশিয়াতে চলে যাবে বলে জানা যায়।