বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শিল্পায়নের অনন্য রূপকার ভাইয়া গ্রুপ অব্ ইন্ড্রাষ্টিজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোকছোদ আলী’র ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।
বিগত ২৮শে এপ্রিল,২০০৬ সালে এইদিনে পরলোকগমন করেন তিনি । সততা, ইচ্ছা ও পরিশ্রম এই তিনটি ছিলো রসায়ন।অল্প পুঁজি নিয়ে শুরু করা এই মানুষটির বহুমুখী ব্যবসার প্রসারতায় এখন তিনি দেশের শিল্প বাণিজ্যের মহীরুহ।
বাংলাদেশের শিল্প বিপ্লবের প্রথম সময়কার একজন শিল্পযোদ্ধা ছিলেন মোকছোদ আলী। ৮০ থেকে ৯০ দশকে বাংলাদেশে হাতে গোনা যে কজন শিল্প উদ্যোক্তা ছিলেন তারমধ্যে অন্যতম ছিলেন তিনি। তার হাত ধরে ঐসময়ে ভাইয়া গ্রুপের অধীনে একে একে গড়ে উঠেছিলো প্রায় ৩০ টি শিল্প প্রতিষ্ঠান।
একদিকে তিনি যেমন ছিলেন শিল্প উদ্যোক্তা, একই সাথে তিনি পরিচিত ছিলেন দানবীর হিসাবে। বৃহত্তর লাকসামে দলমত নির্বিশেষে সকলের আস্থা ও ভালোবাসায় সর্বস্তরের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন তিনি। ক্ষনজন্মা এই ব্যক্তি মহান ব্যক্তিত্ব ৫৪ বছর তার জীবনকালে যে সকল শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন সেখানে আজও হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে যাচ্ছে।
একান্তে আলাপকালে ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন মামুন বলেন, আমার চাচা আমার আইডল। শুধুমাত্র আমার নয় এদেশের ঐসময়কার তথা বর্তমানে সফল অনেক শিল্পোদ্যোক্তা ওনার কাছ থেকে ব্যবসা শিখেছে। জীবনের প্রতিটি মূহুর্তে এই কীর্তিমান মানুষটিকে আমি স্মরণ করি। আমি মনে করি,তার শূন্যতায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের পথে হাঁটছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপ।
বিএস/কেসিবি/সিটিজি/১১ঃঃ৫০পিএম