বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
রানা চৌধুরী:
বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের জনগণ একনিষ্ঠ হয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় দেশের উন্নয়নে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করছে কুমিল্লা চৌদ্দগ্রামের কৃতি সন্তান মেজর জেনারেল(অব:) সায়ীদ আহমেদ । সেনাবাহিনীতে চাকুরী জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সায়ীদ আহমেদ । এদেশে কূটনৈতিক সাফল্য অর্জনের লক্ষ্যে রাষ্ট্রদূত হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।জানা যায় যে ইতোপূর্বে তিনি যেখানে যে দায়িত্বে ছিলেন অত্যন্ত দক্ষতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করেছেন।
এলাকার নাগরিক সেবা ও নাগরিক মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি নিরলস কাজ করছেন। ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সুবিধাবঞ্চিত জনগণকে ঈদ উপহার প্রদানের জন্য চৌদ্দগ্রাম জনকল্যাণ পরিষদকে তিনি অনুদান দেন। এছাড়াও তিনি নিয়মিত ১০০ দুস্থ লোকের আহারের ব্যবস্থা করছেন।
একান্ত আলাপকালে তিনি বলেন, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।যার যে দায়িত্ব তার সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে।
বিএস/কেসিবি /সিটিজি/২ঃ৩০পিএম