রবিবার, ২৬ Jun ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন
কমল চক্রবর্তীঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হয়।
আজ শুক্রুবার ২৯ এপ্রিল দুপুরে কোতোয়ালী থানা এলাকায় ইফতার বিতরন অনুষ্ঠানে কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেবের সভাপতিত্বে ও ইমদাদুর রহমান রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঈনুর রহমান মঈন,উপ সম্পাদক রাশেদ চৌধুরী,হুমায়ন কবির আজাদ,নাছির উদ্দীন কুতুবী,সদস্য জালাল আহমেদ রানা,কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা রিমন দত্ত,সৈয়দ রবিউল আলম বাঁধন,ইন্দ্রজিত ভট্টাচার্য, রবিন দে,ইসরাক দোভাষ,তানজিরুল ইসলাম,ওমর বাদশা,শাহরিয়ার আহমেদ শুভ,শাহদাত হোসেন,নেওয়াজ শরীফ মাসফি,মোঃ মাহিন,মোঃ তানভীর,মীর ইমাদ, প্রমুখ।
কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেব বলেন, কোতোয়ালী থানা ছাত্রলীগ বিভিন্ন মানবিক কাজের সাথে সম্পৃক্ত। মানবিক আজের ধারাবাহিকতায় রোজাদারদের কথা বিবেচনা করে আজকে তৈরী করা ইফতার বিতরন করা হয়েছে।রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা খুব আনন্দিত। সামনের দিন গুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৩০পিএম