মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
অধিকার বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদের খুশিকে ছড়িয়ে দিতে ” চিলড্রেন কিপ স্মাইলিং ” ইভেন্টের মাধ্যমে ইফতার আয়োজন, খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী নতুন পোশাক বিতরণ করেছে স্মাইল ভিশন ফাউন্ডেশন।
গতকাল শুক্রুবার ২৯ এপ্রিল বিকালে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাস্থ দারুস সালাম মাদ্রাসায় শতাধিক এতিম ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল।
স্মাইল ভিশন ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল রাজুর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক জাহেদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিল্লাল চৌধুরি, নগরীর বনজৌর রেস্টুরেন্টের পরিচালক আক্কাস উদ্দিন ও মিসেস সুরাইয়া আফরোজ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মাইল ভিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান মামুন, অনুষ্ঠান সচিব ইফতেখারুল হাসান নোবেল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, কার্য নির্বাহী এহসানুল হক হিমেল। অনুষ্ঠানে প্রধান অতিথির ও বিশেষ অথিতিদের বক্তব্যে বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন “অধিকার বঞ্চিত শিশুদের ঈদ আনন্দে নতুন পোশাক প্রদান করা আমাদের সমাজের সকলের দায়বদ্ধতার একটি অংশ। স্মাইল ভিশন ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
স্মাইল ভিশনের এই মহতি উদ্যোগের ধারাবাহিকতার ৮ম বৎসরে পদার্পনে অভিন্দন প্রকাশ করে আরো বলেন সারা বাংলাদেশে স্মাইল ভিশন ফাউন্ডেশন এর মত সবাই এগিয়ে আসলে সমাজের সুবিধা বঞ্চিত একটি শিশুও ঈদের খুশি থেকে বঞ্চিত হবে না। সমাজের বিত্তবানরা চাইলে ঈদের খুশিতে সবাইকে সামিল করতে পারে” ইফতার আয়োজন সম্পন্ন হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে স্ট্রিট স্কোয়াড প্রোগ্রামের আওতায় ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নগরীর বনজৌর রেস্টুরেন্টের পরিচালক আক্কাস উদ্দিন বলেন,শিশুরা জান্নাতের ফুল। মানববনে সব শিশুরাই ফুল। পৃথিবীর রূপ-বৈচিত্রের অন্যতম সৌন্দর্য শিশু। শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের স্বপ্ন তাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। তাই শিশুদের মেধা বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান খুবই জরুরি।প্রতিটি শিশুর হাসি খুশিতে থাকার অধিকার আছে। অধিকার বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদের খুশিকে ছড়িয়ে দিতে স্মাইল ভিশন ফাউন্ডেশনের উদ্যেগে চিলড্রেন কিপ স্মাইলিং ইভেন্টের মাধ্যমে ইফতার আয়োজন, খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে শিশু অধিকার নিশ্চিত করা ও সুস্থ সংস্কৃতি চর্চার প্রত্যয়ে কয়েকজন যুব সংগঠকের উদ্যোগে প্রতিষ্ঠিত “স্মাইল ভিশন ফাউন্ডেশন” প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চক্ষু স্বাস্থ্য সেবা ও জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ উদযাপনসহ নানামুখী কাজ পরিচালনা করে আসছে, ভবিষ্যৎ পরিকল্পনায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এস.ডি.জি) আলোকে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ০১পিএম