রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য দৃষ্টান্ত ইফতারের টাকায় ৩ হাজার অসহায় পেল ঈদ উপহার। এই অনন্য নজীর দেখে জেলা প্রশাসকের নম্বরে পা হারানো এক গণমাধ্যম কর্মীর ফোন পেয়ে ঈদ উপহার নিয়ে ছুটে গেলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ শনিবার ৩০ এপ্রিল সকাল ১১ টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে প্রায় ৩ হাজার অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি বছর জেলা প্রশাসনের যে ইফতার মাহফিল হয় এবছর সেটি না করে সেই অর্থ দিয়ে এই তিন হাজার মানুষকে ঈদ উপহার দেয়া হয়। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও প্রশংসিত হয়। এই খবর দেখে ইফতারের কিছুক্ষণ আগে চট্টগ্রামের খুলশী নিবাসী সাবেক গণমাধ্যম কর্মী এস এ এম নূর হোসাইন জেলা প্রশাসকের নম্বরে কল করেন এবং নিজের অসহায়ত্বের কথা জানান।
তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং গত বছর ট্রেন দূর্ঘটনায় তিনি একটি পা হারান। বিষয়টি জানার পরেই তাকে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। ইফতারের পরেই ঐ গণমাধ্যম কর্মীর বাড়িতে জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন পা হারানো সাবেক গণমাধ্যম কর্মী এস এ এম নূর হোসাইন। তিনি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিএস/কেসিবি /সিটিজি/১০ঃঃ৩০পিএম