সোমবার, ২৭ Jun ২০২২, ১১:১০ অপরাহ্ন
গতকাল শনিবার ৩০ এপ্রিল রাত ১১ঃ৫৫ মিনিটের সময় কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন ১নং ওয়াডস্থ বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ জাকির উল্লাহ (৩২),কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বটতলী জুমপাড়া এলাকার অলি আহম্মদ এর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, বিগত ২০২০ সালের ২৩ ডিসেম্বর মোঃ মিন্টু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে টৈটং বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে কতিপয় দুস্কুতিকারীরা মিন্টু মিয়াকে দেশীয় ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। খুনিরা এতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে নিহত মিন্টু মিয়ার একটি হাত ধারালো ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে কক্সবাজার জেলার পেকুয়া থানায় একটি মামলা হত্যা দায়ের করা হয়।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার জানান, চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় জড়িত অপরাধীদেরকে গ্রেফতার লক্ষ্যে র্যাব-৭ বিশেষ গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই প্রেক্ষিতে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন ১নং ওয়াডস্থ বটতলী এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাকির উল্লাহকে আটক করা হয়। পরে তার কোমড়ে গোঁজা অবস্থায় ১টি ডেগার এবং তার দেয়া তথ্যমতে অন্য একটি জায়গা তল্লাশী করে আরও ১টি ডেগার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,সে টৈটং এলাকায় একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচতি। সে হত্যাকান্ডের পর তার নিজ এলাকা টৈটং থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। গত দেড় বছর ধরে সে ঘন ঘন স্থান পরিবর্তন করে অবস্থান করছিল। তার বিরুদ্ধে এই জঘন্য হত্যা কান্ড ছাড়াও তার নামে একাধিক ধর্ষণ মামলার অভিযোগ রযেছে। র্যাব কর্তৃক তাকে আটকের পর ভুক্তভোগী দুইজন নারী তার এরুপ অপকর্মের কথা র্যাবের কাছে তুলে ধরে। এছাড়াও সে র্যাবের হাতের গ্রেফতার হওয়ার একদিন আগে টৈটং বাজারের একটি দোকান থেকে জোরপূর্বকভাবে ১২টি কংক্রিটের পিলার লুট করে নিয়ে যায়। এই কুখ্যাত খুনী এবং অপরাধীকে গ্রেফতার করায় টৈটং এলাকার জনসাধারণ ও টৈটং বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা র্যাবের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/১০ঃ১০পিএম