রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সৌদিআরব অবস্থান রত শতাধিক যুবকের সমন্বয়ে দেশ ও মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে গঠন করে বেসরকারি ভাবে একটি মানবতার কল্যাণ ট্রাষ্ট। জীবনকে সুন্দর ভাবে প্রতিস্থাপন করতে আত্মীয় সজন ও রক্তের বন্ধন উপেক্ষা করে বাংলার দামাল ছেলেরা বাংলাদেশ থেকে প্রায় ৪৫৯৪ কিলোমিটার দূরবর্তী দেশ সৌদিআরবে যুগে যুগে পারী জমাচ্ছে, স্বপ্নের সিরি বেয়ে কেউ কেউ ফিরছে মায়ের বুকে আবার স্বপ্ন জলাঞ্জলী দিয়ে কেউ কেউ ফিরছে লাশ হয়ে। হাসি আর কান্নার এই ভূবন টাতে প্রবাসী হওয়ার ব্যাদনাটা শুধু প্রবাসীরাই উপলব্দি করতে পারে। ভোর ৫ টা থেকে রাত্র ১.০০ টা পর্যন্ত চলে প্রবাসীদের জীবন সংগ্রাম, আত্মীয় সজন ছাড়া সময় গুলো যেন বিভীষিকাময়, শত ব্যাস্ততার মাঝে নিজেদের গুছিয়ে সমাজ ও মানুষের জন্য ভাবা বরই কঠিন কাজ। নিজেদের ব্যাস্ততাকে ফাকি দিয়ে দেশপ্রেমিকগন খুজে নেই অতিরিক্ত কিছু সময়, এরই বহিঃপ্রকাশ কাটখালের সোনার ছেলেরা, নিজেদের এলাকাকে উন্নয়ন ও গরীব মানুষদের মুখে হাসি ফুটাতে কর্মব্যস্ততার মধ্য দিয়ে একঝাক তরুণ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে দুই বছর মেয়াদি “সৌদিআরবস্থ কাটখাল ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাষ্ট ” নামক একটি সংগঠনের যাত্রা শুরু করেন। একটি মননশীল গঠনমূলক কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে পথ চলার অভিমুখে নবগঠিত সংগঠনটি। সংগঠনে সভাপতি হিসেবে মনোনীত হয় মোঃ মাসুদ রানা, সাধারন সম্পাদক মোঃ পলাশ আহমেদ জয় ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সজিব। চলতি সপ্তাহে তাদের সাথে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলে বিস্তারিত জানান, সংগঠনের মূখপাত্রগন বাংলাদেশ সমাচার কে বলেন শীঘ্রই তারা এলাকার ও মানুষের উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করবেন , কাটখাল ইউনিয়নের সকলপ্রবাসীরা মিলেমিশে হিংসা বিদ্বেষ দূরে রেখে এগিয়ে আসলে অবশ্যই সম্ভব সংগঠনকে দূরপ্রসারী করা । সর্বশেষ সংগঠনের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবানে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশবাসীর কাছে সকল প্রবাসীদের জন্য দোআ কামনা করেন সংগঠন পরিবার।