সোমবার, ২৭ Jun ২০২২, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ পবিত্র ঈদ-উল-ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে সাড়া দেশে মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর ন্যায় এবার বাংলাদেশেও ৩০ রোজা শেষে ঈদ-উল-ফিতর পালন করেছেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশ ও জাতির উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন।
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন শুরু হয় ঈদেও নামাজ আদায়ের মধ্য দিয়ে। নগরির জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়।সারাদেশ যেন ভ্রাতৃত্বেও বন্ধনে একাকার। ঈদের আনন্দ আয়োজনে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছাসে ব্যস্ত সময় পার করছে নগরবাসি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাসির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন সহ শ্রেণী পেশার মুসল্লীরা ঈদের জামাতে এক সাথে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। সকলে দেশ ও জাতির উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন।
বিএস/কেসিবি /সিটিজি/৮ঃঃ৩০পিএম