রিফাত হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
- শনিবার ৭ মে, ২০২২ / ৮৬ জন দেখেছেন
নওগাঁর পত্নীতলা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যোগে যাকাত ফান্ডের ব্যবস্থাপনায় অস্বচ্ছল ১৪টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মে) বিকেলে পউস গ্রন্থাগারের সামনে ১৪ টি অসচ্ছল পরিবারের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। দারিদ্র বিমোচন ও আর্থিকভাবে সাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছেন সংগঠনটি।
ছাগল বিতরণীতে উপস্থিত ছিলেন, পউস গ্রন্থাগারের সভাপতি মোঃ মোজাহার আলী, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সভাপতি আহম্মেদ হোসেন বাবু, কোষাধ্যক্ষ ডাঃ আবু রায়হান রাজিন, পউসের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল মু. হাবীব সাত্তি সহ পউসের অনান্য সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জানান, এবার স্বল্প পরিসরে ছাগল বিতরণ করা হয়েছে। আগামীতে সম্মিলিত ভাবে যাকাত ফান্ড কালেকশন করে শতাধিক পরিবারকে সাবলম্বি করতে চাই। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী গরু, ছাগল, ভ্যান অথবা রিকশা গাড়ি দিয়ে তাদের সহযোগিতা করতে চাই।
উল্লেখ্য যে, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে পউস সক্রিয় ভূমিকা পালন করছে প্রতিনিয়ত’ই। অসহায় ব্যক্তিদের ত্রান বিতরণ, রক্ত সংগ্রহ, অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, বিভিন্ন ক্যাম্পেইন, কর্মসংস্থান এর ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, পউস পাঠাগার শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে সুনাম ও ক্ষ্যাতী অর্জন করেছে সংগঠনটি ।
Related