শনিবার, ২১ মে ২০২২, ০২:০২ পূর্বাহ্ন
৬ মে (শুক্রবার) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীরা হলেন, প্রশান্ত মিষ্টান্ন ভাণ্ডার, প্রসেনজিৎ মিষ্টান্ন ভাণ্ডার ও সুনীল মিষ্টান্ন ভাণ্ডার।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে মোল্লাহাট ওভারব্রিজ সংলগ্ন সুনীলের মিষ্টির দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী প্রশান্ত ও প্রসেনজিৎ এর দোকানে ছড়িয়ে পড়ে।
এসময় এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।
তবে এরই মধ্যে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মোল্লাহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস টিমের আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে, যার কারণে আগুন বেশী আর ছড়াতে পারিনি।