আ স ম আবু তালেব, লৌহজং ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধি
- শনিবার ৭ মে, ২০২২ / ৬১ জন দেখেছেন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেদিনীমন্ডল ইউনিয়নস্থ মাহমুদপট্টী গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কবি এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মরহুম আব্দুল মোতালেব খানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার ৫ ছেলে এবং ২ মেয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় গত শনিবার বিকাল ৪টায় মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন।
মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী স্বতঃফূর্তভাবে উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করে।
তার বড় ছেলে ওমর ফারুক শানু (৫৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারকে জানান, যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের আগরতলায় আমার আব্বা নিজের লিখিত গান গেয়ে যুদ্ধে ট্রেনিং নিতে আসা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। দেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করতে নিজেও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ পযর্ন্ত সরকারি ভাে তিনি কোন সাহায্য সহযোগিতা পাননি। উল্লেখ যে মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব খান জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার লৌহজং প্রতিনিধি ও লৌহজং প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ।