সাখাওয়াত হোসেন সাকা, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- শনিবার ৭ মে, ২০২২ / ৬৯ জন দেখেছেন
পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের করপাড়ায় ২০দলীয় শীর্ষ নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের উদ্যোগে এক ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ মে) বিকেলে রামগঞ্জের করপাড়াস্থ উনার নিজস্ব বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এক সৌজন্যে সাক্ষাৎ, কুশল বিনিময়, আলোচনা সভা ও সান্ধ্যকালীন ভোজের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য মোঃ তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে এতে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ২০দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপি’র (একাংশ) কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ রাব্বানীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন পাটওয়ারী, সাবেক সহ সভাপতি টিপু সুলতান ভূইঁয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, লামচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির ইসলাম ভাট, করপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজান ভূঁইয়া এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Related